দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ২৮৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ৫১৮ জন। বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, বরিশালে ১১২ জন, চট্টগ্রামে ৯৭ জন, খুলনায় ৪৯ জন, ময়মনসিংহে ৪৯ জন, রাজশাহীতে ৩৭ জন, রংপুরে ১৭ জন এবং সিলেটে ১০ জন নতুন করে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ৬৩ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রার পরিবর্তন ও অনবরত বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি।
কীওয়ার্ডস: ডেঙ্গু পরিস্থিতি, স্বাস্থ্য অধিদপ্তর, মৃত্যু সংখ্যা