অনেকগুলো কবিতা মার্বেলের মত ছড়িয়ে দিলাম দাগের ওপারে
দাগের এপারে আরেকটি দাগ
দুই দাগের মাঝে সাড়ে তিনহাত ব্যবধান
ওপারের দাগের ওপারে কবিতা
এপারের দাগের এপারে আমি
একটা কবিতা হাতে রেখে
ওপারের কবিতাগুলোর মধ্য হতে লক্ষবিন্দু নিরিখ করে
হাতের কবিতা ছুঁড়ে দেবো
এই কবিতা অন্য কবিতাকে টক্কর দেবে
অন্য কবিতা বাদবাকি কবিতাকে না ছুঁয়ে চলতে থাকবে বহুদূর
যেখানে তোমার নূপুর
যেখানে আমার দুপুর
যেখানে আমার শৈশব
বন্ধু, তোরা কই সব?
সেই সব মার্বেল ভেবে ভেবে চোখের মণি ক্যাটস্ আই হবে যখন
তখন তুমি আমার স্মৃতিগুলো ফেলে
কোমর পেঁচিয়ে হেঁসেলে
ঊনুনে চড়াবে হাঁড়ি
মাটির চুলোয় লোহার ফুকনিতে ফুঁ দিয়ে
আগুন জ্বালাবার প্রাণান্ত চেষ্টায় অনুপম তোমার কালিমাখা মুখ
কবিতার একপাশে বাঘ, অন্যপাশে শাপলা শালুক
ভালোবেসে যদি দূরেই না ছুঁড়ে দেবে অবহেলায়
কী লাভ ভালোবাসাবাসি খেলায়?
কাছে তো কিছুই থাকে না শেষমেষ
এমনকি নিজের নিঃশ্বেস!