শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

লা য় ন মোঃ গ নি মি য়া বা বু ল

  • সত্যের বিজয়
  • ২০২৫-১০-০৯ ০৯:৫৭:৩৬

অবিচার অনাচার ফেতনা ফ্যাসাদ
দুর্ভোগ দুর্গতি বাড়ছে দিনরাত,
চলছে অনিয়ম সাথে যাতনা
বাড়ছে সহ্য করার ক্ষমতা।

দুর্নীতি স্বজনপ্রীতি যাচ্ছে বেড়ে
সমাজে সত্য চলে অবনত বেশে,
মিথ্যা এগিয়ে নানা অজুহাতে
যাতনার কবলে দেশ ধ্বংসের পথে।

দ্রব্যমূলের যাঁতাকলে দিশেহারা আমজনতা
শূণ্য হাঁড়ির হাহাকারে বাড়ছে মনে ব্যাথা,
কি খাবে না কি খাবে সারাক্ষণ তা ভেবে
কি যে জ্বালাতন বলবে কার কাছে ?

অনিয়ম সব দূরে ঠেলে মিলে মিশে পথচলা
জীবনে নিরন্তর সুখ শান্তি সফলতা,
সত্যের বিজয় মিথ্যার পরাজয় অবধারিত
মানবকল্যাণে কাজ জীবন হয় আলোকিত।


এ জাতীয় আরো খবর