ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সহ-সভাপতি ও যোগীপোল ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আলহাজ্ব মোঃ মাসুদ মোড়ল এর ভাই মোঃ মাহফুজ মোড়ল আজ বেলা ৩টায় হৃদরোগ জনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ২ কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ এশা যোগীপোল রেলগেট সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে যোগীপোল কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা ৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মাহফুজুর রহমান।