আমরা সবাই বদলে যাচ্ছি ভীষণ দ্রুত
প্রেম মানে আজ মুগ্ধতারই পলকা সুতো ।
ছিঁড়ছে সুতো , একটু এদিক ওদিক হলেই
হারিয়ে যাচ্ছে ভালোবাসা সুযোগ পেলেই ।
মুগ্ধতা নয়,ভালোবাসার শক্ত দড়ি
খুঁজছি আমি স্বর্গ মর্ত্য পাতাল খুড়ি ।
সেই দড়িতে পড়ুক বাঁধা হৃদয়গুলো
পড়ুক বাঁধা,সাত জন্মের চাল আর চুলো ।