শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

স ঙ্গী তা ক র

  • সাম্যবাদী ভোর
  • ২০২৫-১০-০৮ ২৩:০৭:১০

জ্বলেনি আগ্নেয়গিরি সুপ্ত নেশায় থেকেছে বিভোর
কাঙ্খিত আঁখি জেগেছে নিয়ে তোমায় দেখার ঘোর।
কেটেছে প্রভাত আর পড়ন্ত বেলা বৃথা অপেক্ষাতে
ব্যর্থ হয়েছে আস্ফালন সকল না আসার ছলনাতে।
যদি আবার আসি ফিরে এই পৃথিবীকে ভালোবেসে
যদি দেখা হয় খুঁজো আমায় জাতিস্মরীর বেশে।
নব মিলন বাসরে ছিন্ন হবে অমানিশার বাহু ডোর
তুমি যে আজন্ম প্রেম স্বপ্নে দেখা সাম্যবাদের ভোর।
 

 


এ জাতীয় আরো খবর