শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

অ রু ণি মা চ্যা টা র্জী

  • ভোরের আকাশে মনের কথারা গাঁথা
  • ২০২৫-১০-০৯ ১০:৩৫:০০

ভোরের আকাশে মনের কথারা গাঁথা,
মেঘলা ভোরে, মনের কপাট খুলে দিলে 
মেঘলা মন শ্রাবণ মেঘের সাথে সই পাতায় !
ভোরের আকাশ কতটা শুভ্র হলে 
মনের অন্ধকার কাটে ?
মাটি কতটা ফেটে চৌচির হলে 
বৃষ্টির ধারাপাত নামে !
মানচিত্র কতটা রক্ত ঝরালে 
একটা দিবারাত্রির কাব্য হয় ?
স্ববিরোধী কাজে কতটা মগ্ন হলে 
এক পৃথিবী অনুশোচনার অনল জ্বলে ওঠে ?
একজন নিরন্নর মুখে অন্ন তুলে দিলে 
যে অহংয়ের পাহাড়টা মাথা চাড়া দিয়ে ওঠে,
তাকে গুঁড়িয়ে দিতে 
কতটা শক্তি সঞ্চয় করতে হয় ?

উত্তর আছে নদীর কাছে, 
বাতাসের কাছে, মাটির কাছে !
কুহকিনী মায়া চাঁদ, ভুলিয়ে দেবে তোমায়, 
তার চেয়ে এক মুঠো জোনাকি 
বেঁধে নাও তোমার শিথিল গ্রন্থিতে। 
আলোর বিন্দুগুলো, আলোক মালা হয়ে 
তোমায় ঘিরে রাখবে জ্যোতির্ময় বলয়ে !
খাঁচার ভিতর অচিন পাখিটা 
উড়ে যাক দূর নীলিমায় !


এ জাতীয় আরো খবর