ফুল ফোটে ফুল ঝরে শেষে হয় ফল
পরীক্ষায় শূন্য মেলে করলে নকল।
যে যেমন কর্ম করে ফল তেমনি হয়,
পাপেরও ফল আছে জেনো নিশ্চয় !
মধু মাসে কত ফল বাড়ে শক্তিবল
এখানেও খুঁজে পাবে ওষুধের ফল।
বৈশাখে আম-জাম ভাদ্র মাসে তাল
কার্তিকে নবান্ন নষ্ট নামলে আকাল।
যোগবিয়োগ গুণ-ভাগ অঙ্ক হিসাবে
সুদ কষা লাভ-ক্ষতি সেও তুমি পাবে।
শতকিয়া নামতা পড়লে অনর্গল
এখানেও পেতে পারো অঙ্কের ফল।
ফুল-নারী সমতা, নারীর ফুল আছে
সে ফুলেও ফল হয় ফুলেশ্বরী গাছে ---
মাতৃ-ক্রোড়ে শোভা পায় কী অপরূপ
নাড়িছেঁড়া ধন তার ফলের স্বরূপ।
সাগর গভীরে মুক্তা মানিকও জ্বলে
পতিত প্রান্তরে দেখো শস্য-সোনা ফলে।
ভাগ্যেরও ফল আছে জ্ঞানীগুণী বলে
কাঙালের কথা জানি বাসি হলে ফলে।
ফলাফল যা-ই হোক কাজ করা চাই
লাভের সুমিষ্ট ফল প্রাণ ভরে খাই।