শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামুলক কর্মসূচী পালন

  • প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ
  • ২০২৫-১০-০৮ ২৩:০২:৪২

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এবারের প্রতিপাদ্য “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই শ্লোগানকে সামনে রেখে  আজ ৮ অক্টোবর ২০২৫ইং বুধবার সকাল ১১ টায় রাজশাহী মহানগরীর রেলগেট চত্বরে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক পথসভা, লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পেইন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু, সহ-সাধারন সম্পাদক  প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ, সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য-কবি মোস্তফা ফেরদৌস হাজরা,সবুজ আলী, আজমিরা আখতার পাঁপিয়া, সদস্য-আসমানী আখতার আঁখি, মিজান, মেরিনা, তামিম,সাগর, প্রমুখ। আরও উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌ. জিয়াউদ্দিন আহমেদ।
 

 


এ জাতীয় আরো খবর