শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

বরিশাল মানবিক কাজ করে প্রসংশায় ভাসছে নিসচা

  • বরিশাল প্রতিনিধি:
  • ২০২৫-১০-০৬ ২৩:০৫:৩৮

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি এক অসুস্থ রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পাশে দাঁড়িয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি।
আজ সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫ টায় শেবাচিম হাসপাতালের তৃতীয় তলায় ভর্তি মো: মানিক হাওলাদার (৭০ বছর) কে দেখতে ছুটে যান নিসচার সভাপতি মো: রুহুল আমিন।
এ সময় সভাপতির সাথে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদক প্রচার ও প্রচারণা সম্পাদক রবীন্দ্রনাথ রবীন, ক্রীড়া সম্পাদক মো: আকতার হোসেন, নারী বিষয়ক সম্পাদিকা জিন্নাতুল নাজিফা সোমা ও তার ছেলেসহ অন্যান্যরা।
নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে অসুস্থ মানিক হাওলাদারের শারীরিক খোঁজ নেয়াসহ তার চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। 
এ বিষয় সভাপতি মো: রুহুল আমিন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। পাশাপাশি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী মানুষকে দেখতে হাসপাতালে ছুটে এসেছি এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি। আমাদের এই মানবিক কাজের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর