বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

জাজ মাল্টিমিডিয়ার বিশাল বাজেটের ছবি মাসুদ রানা'র (পার্ট-১) প্রিভিউ দেখলাম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১১ ০২:১৩:৪০

এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের ছবি (প্রায় ৮৩ কোটি) জাজ মাল্টিমিডিয়ার মাসুদ রানার (MR-9) (পার্ট-১) প্রিভিউ দেখলাম।গত বুধবার বিএফডিসি মিলনায়তনে ছবিটির প্রিভিউয়ে উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন,পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।ছবি দেখার পর প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, এটি যৌথ প্রযোজনার বিশাল বাজেটের ছবি।ছবিটি আন্তর্জাতিক মানের তৈরি করতে যেয়ে খরচের ব্যাপারে কার্পন্য করা হয়নি।তিনি বলেন,দেশের ছবি আন্তর্জাতিক অঙ্গনে দর্শক না টানতে পারার অন্যতম কারণ হলো ডিস্ট্রিবিউশন চ্যানেল খুঁজে না পাওয়া।ব্যক্তি পর্যায়ের যোগাযোগের ভিত্তিতে যততুকু চালনা যায় এতদিন সেটাই হয়ে এসেছে। তিনি আশার বাণী শুনিয়ে বলেন, মাসুদ রানা ছবিটি বিদেশে চলার জন্য তিনি ডিস্ট্রিবিউশন চ্যানেল খুঁজে পেয়েছেন। 

May be an image of 7 people
ছবিটি সম্পর্কে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত উচ্চসিত প্রশংসা করে বলেন খুব ভাল হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, মাসুদ রানা সম্পর্কে মনের ভেতরের ধারণার প্রতিফলন ঘটেছে ছবিটিতে।তিনি ছবির সাথে যুক্ত সকল কলাকুশলী ও জাজ মাল্টিমিডিয়াকে ধন্যবাদ প্রদান করেন। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন ছবিটি আন্তর্জাতিক মানের হয়েছে উল্লেখ করে  ছবিটিতে সাবটাইটেল যুক্ত করার কথা বলেন। 

মাসুদ রানা চরিত্রে এবিএম সুমন প্রত্যাশার চেয়েও ভাল অভিনয় করেছেন,নায়িকা দেবী চরিত্রে সাক্ষী প্রধান, হলিউডের স্বনামধন্য অভিনেতা ফ্র‍্যাংক গ্রিলো সিনেমার প্রধান অ্যান্টাগনিস্ট।  এছাড়াও আছেন, থ্রি ইডিয়টস খ্যাত 'ওমি ভাদ্য'।মাইকেল জে হোয়াইট, কেলি গ্রেসন, রেমক গ্রিলো, শহিদুল আলম সাচ্চু,আনিসুর রহমান মিলন সহ অনেকেই ছিলেন। বাংলাদেশ-এ্যামেরিকার যৌথ প্রযোজিত এই বিশাল বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ আকবর। 

 


এ জাতীয় আরো খবর