বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সুপারস্টার রজনীকান্তের সিনেমা দেখতে অফিস ছুটির ঘোষণা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১০ ২৩:১৯:৩৫

১০ই আগস্ট মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেইলার’। এ দিন চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকি বিভিন্ন অফিসে কর্মীদের বিনামূল্যে টিকিটও দেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, ইউনো অ্যাকুয়া কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের ছুটির ঘোষণা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিষ্ঠানটি জানায়, সুপারস্টার ‘জেইলার’ সিনেমা মুক্তি উপলক্ষে ১০ই আগস্ট আমরা ছুটি ঘোষণা করছি। এ ছাড়া আমরা আমাদের কর্মীদের বিনামূল্যে টিকিট দিচ্ছি।
উল্লেখ্য, ২০০ কোটি রুপির বাজেটে ‘জেইলার’ নির্মাণ করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে।


এ জাতীয় আরো খবর