সোমবার, মার্চ ১৭, ২০২৫

শুভ জন্মদিন অভিনেত্রি পরিচালক ড. নাজনীন হাসান চুমকি

  • মেসবা খান
  • ২০২৫-০২-০৮ ২৩:৫২:৪৫

ড. নাজনীন হাসান চুমকি একজন শক্তিমান চলচ্চিত্র ও নাট্যাভিনেত্রি, চিত্রনাট্য রচয়িতা এবং পরিচালক। 
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ের উপর গবেষণা করে ২০২৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। উক্ত বিভাগের অধ্যাপক ড. হারুন অর রশিদ খানের তত্ত্বাবধানে তিনি তা সম্পাদন করেন। তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিল বাংলাদেশের শিশু থিয়েটার চর্চা (২০৯১-২০১০)।
নাটকের মানুষ হলেও পরিচ্ছন্ন বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি ভুয়সী প্রশংসা অর্জন করেছেন। 
তিনি ২০০৬ সালে 'ঘানি' চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তাঁর অন্যান্য চলচ্চিত্রের মধ্যে 'লালন' উল্লেখ্যযোগ্য। 
                জন্ম ৮ ফেব্রুয়ারি
চুমকি লালনের পুণ্যভূমি চুয়াডাঙ্গায় তাঁর প্রাথমিক জীবন অতিবাহিত করেন। সেখানে তিনি অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ১৯৯২ সালে তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। 
১৯৯৬ সালে চুমকি উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৯৯ সালে তিনি প্রথম 'যেতে যেতে অবশেষে' টিভি সিরিয়ালে অভিনয় করেন। চুমকি মঞ্চকে বেশি ভালোবাসতেন তাই প্রথমে টিভি নাটকে অভিনয় করতে আগ্রহী ছিলেন না।
অভিনীত অন্যান্য চলচ্চিত্রসমূহ - একই বৃত্তে, পুতুল কথা, রাত জাগা ফুল, পাপ পূণ্য, মেঘর রোদ্দুর খেলা প্রভৃতি। 
অভিনীত নাটকসমূহ - যেতে যেতে অবশেষে, পারিজাত, নুরজাহান, সাত সওদাগর, বাও কুড়ানি, বাইনোকুলার, একটি রাত অতঃপর নিঃশূণ্যতা, উত্তর পুরুষ সোনার ময়না পাখি, দেনা পাওনা প্রভৃতি। 
২০০০ সালে প্রকাশিত হয়েছে তাঁর রচিত একমাত্র গল্পের বই 'বিনীতা'।   
ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে। 
 

 


এ জাতীয় আরো খবর