চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে র্যাবের অভিযানে ৩টি ওয়ানশুটারগান সহ মো.হাসিম (২৮) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার শিরইল কলোনির (২ নং গলি) নুর হাসানের ছেলে। র্যাব জানায়,গত রবিবার(২৬মে) রাত ৯টার দিকে নয়াগোলা ঘাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সোমবার(২৭মে) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সূত্রে র্যাব জানতে পারে যে, এক ব্যাক্তি অবৈধ অস্ত্র সংগ্রহে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় অবস্থান করছে। সে অনুযায়ী র্যাবের একটি সাদা পোষাকের গোয়েন্দা দল ও একটি আভিযানিক দল ওই এলাকায় গমন করে সন্দেহজনক ব্যাক্তিদের উপর নজরদারি বৃদ্ধি করে। পরে ওই যুবককে শনাক্ত করে তার দেহ তল্লাশী করে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।