বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

বিপিএলে নেই বরিশাল-কুমিল্লা,ফিরছে রাজশাহী

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১১-০৪ ২২:১৩:১৩
ছবি: সংগৃহীত।

দীর্ঘ অপেক্ষা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বড় চমক-বাদ পড়েছে দুই শক্তিশালী দল বরিশাল ও কুমিল্লা। নতুন করে ফিরেছে রাজশাহী স্টার নামে এক ফ্র্যাঞ্চাইজি।
মঙ্গলবার বিকেলে বিসিবির নাভানা টাওয়ারে গভর্নিং কাউন্সিলের সভা শেষে ঘোষণা করা হয় পাঁচটি দলের নাম-রংপুর রাইডার্স, সিলেট ইউনাইটেড, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার এবং চট্টগ্রাম।
প্রথমে বিপিএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিল ১১টি প্রতিষ্ঠান। আলোচনায় ডাকা হয় ৯টি প্রতিষ্ঠানকে, যেখানে অনুপস্থিত ছিল চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস। শেষ পর্যন্ত বাদ পড়ে তিনটি দল-চিটাগং কিংস, মাইন্ড ট্রি খুলনা টাইগার্স এবং কুমিল্লা। টিকে গেছে দেশ ট্রাভেলস।
গত আসরের চ্যাম্পিয়ন বরিশালের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তামিম ইকবালের নেতৃত্বে গত মৌসুমে দলটি ছিল অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের জায়গায় এসেছে রাজশাহী স্টার, যারা দীর্ঘ বিরতির পর বিপিএলে ফিরছে নতুন আঙ্গিকে।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। আর টুর্নামেন্ট শুরু হবে ১৯ জানুয়ারি, ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।
দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন ড্রাফটকে ঘিরে-কোন তারকা খেলোয়াড় যোগ দেবেন রাজশাহী দলে, কে ফিরবেন রংপুরে, আর ঢাকায় দেখা যাবে কোন বিদেশি তারকাকে-সেই নিয়েই শুরু হয়েছে নতুন আসরের উত্তেজনা।

কীওয়ার্ডস: বিপিএল ২০২৫, রাজশাহী স্টার, বরিশাল বাদ


এ জাতীয় আরো খবর