দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আরেকটি রেকর্ড নিজের করে নিলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। শনিবার (১ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩৬ বলে দুর্দান্ত ফিফটি করে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক হয়েছেন, ভারতীয় তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে।
এই ম্যাচে বাবর তার ক্যারিয়ারের ৪০তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস (৩৭ ফিফটি ও ৩ সেঞ্চুরি) সম্পূর্ণ করেন। এর আগে কোহলির রেকর্ড ছিল ৩৯টি (৩৮ ফিফটি ও ১ সেঞ্চুরি)। তালিকার পরবর্তী স্থানে রয়েছেন রোহিত শর্মা (৩৭), মোহাম্মদ রিজওয়ান (৩১) ও ডেভিড ওয়ার্নার (২৯)।
বাবর নামেন দলের কঠিন পরিস্থিতিতে। ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে আউট হলে ইনিংস সামলান তিনি ঠাণ্ডা মাথায়। দীর্ঘ ১৭ মাস পর তার ব্যাটে আসে টি-টোয়েন্টি ফিফটি, যা পাকিস্তানকে জয়ের পথে এগিয়ে নেয়। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে ১৯ ওভারে ছয় উইকেটে জয় এনে দেন তিনি।
এই জয়ের মাধ্যমে পাকিস্তান তিন ম্যাচ সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয়। এর আগে রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে ৫৫ রানে হেরেছিল দলটি, তবে লাহোরে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। পেসার শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট, যা জয়ের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।
কীওয়ার্ডস: বাবর আজম রেকর্ড, টি-টোয়েন্টি ক্রিকেট, পাকিস্তান জয়