বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

২৩তম এশিয়ান মাস্টার্স এ্যাথলেটিক্স এর আসরে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ হেলাল ফকিরের

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১১-০৩ ২১:৪২:৩৪

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ এশিয়ান মাস্টার এ্যাথলেটিক্স এর ২৩ তম আসর আগামী ( ৫-৯) নভেম্বর জহুরলাল নেহেরু স্টেডিয়াম , চেন্নাই, তামিলনাড়–, ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতায় চীন, জাপান, কোরিয়া,ভিয়েতনাম,থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং,  ইরান, চাইনিজ তাইপে, ফিলিপাইন,শ্রীলংকা,স্বাগতিক দেশ ইন্ডিয়া সহ মোট ৪০টি দেশের প্রায় পাঁচ হাজার এ্যাথলেট  অংশগ্রহণ করবেন। ভারতে ২৩ তম এশিয়ান মাস্টার্স এ্যাথলেটিক্স প্রতিযোগিতার এই আসরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ৩ জন কর্মকর্তা ও ৩০ জন অ্যাথলেট সহ সর্বমোট ৩৩ জনের বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিকস টিম অংশগ্রহণ করবে । বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক্স টিমের সদস্য হিসেবে , খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মো: হেলাল ফকির অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী ৩রা নভেম্বর বাংলাদেশ মাস্টার্স  অ্যাটলেটিক্স  দলের সাথে তিনি  ঢাকা ত্যাগ করবেন। ইতিপূর্বে তিনি থাইল্যান্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ , সাউথ এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিকস গেমস,ইন্দো বাংলা মাস্টার্স অ্যাটলেটিক্স গেমস,বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক্স গেমস সহ অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট যেমন ট্রিপল জাম্প,লং জাম্প ও হাই  জাম্পে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করার গৌরব অর্জন করেছেন। আসন্ন ২৩ তম এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তিনি যেন দেশের জন্য ভালো ফল বয়ে আনতে পারেন এজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 


এ জাতীয় আরো খবর