বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

ফা তি মা তা মা ন্না

  • প্রভঞ্জন
  • ২০২৫-১১-০৫ ২২:৪১:৪৩

অন্ধকারের কাছ থেকে
শিখেছি আলো।
আলোয় জন্ম, 
পুড়তে পুড়তে আবার জ্বলি—
ঘোষণা দিই নতুন ভোরের।
দারুণ সূর্য হবো,
আমার শিরার আগুন দিয়ে
লিখিত হবে ইতিহাস।
ছাইয়ের নিচে যে স্বপ্ন ঘুমায়,
সেখানেই রোপণ করি বিশ্বাসের বীজ।

 


এ জাতীয় আরো খবর