বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

নির্বাচন ২০২৬: প্রথম টিজারে ভোটের আহ্বান-'দেশের চাবি এখন জনগণের হাতে’

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০২ ১৪:১৩:৩৫
ছবি: সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে একটি প্রভাবশালী টিজার ভিডিও প্রকাশের মধ্য দিয়ে। রোববার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয় ৪৮ সেকেন্ডের সেই টিজার, যা ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, 'জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো।' টিজারে গুম ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, 'ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দেবো। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে জনগন।
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, এটি নির্বাচনী ক্যাম্পেইনের প্রথম ধাপ, যেখানে ভোটারদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
টিজারের শুরুতেই দেখানো হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের একটি বিতর্কিত বক্তব্য, যেখানে তিনি শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চেয়েছিলেন। অতীতের সেই বক্তব্য নতুনভাবে উপস্থাপন করে ভিডিওটি শুরু হয়।
এরপর দেখা যায় ক্যাপ্টেন (অব.) খান সুবায়েল বিন রফিককে বলতে-'সেইসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে। কারণ এই নির্বাচনের মাধ্যমে জনগণকেই নিজের দেশের দখল নিতে হবে।'
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই টিজার কেবল প্রচারণার সূচনা নয়, বরং আসন্ন নির্বাচনের বার্তা ও দিকনির্দেশনা। এতে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে এক প্রতীকী সংযোগ স্থাপন করার চেষ্টা দেখা গেছে।

কীওয়ার্ডস:নির্বাচন ২০২৬, টিজার প্রকাশ, ভোটের আহ্বান


এ জাতীয় আরো খবর