বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ বাতিলের সরকারি সিদ্ধান্তে বাকবিশিস'র প্রতিবাদ

  • হাসান মেহেদী :
  • ২০২৫-১১-০৫ ২১:৩৪:৪২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ বাতিলের সরকারি সিদ্ধান্তের তীব্র  ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে খেলাধূলা শিক্ষার্থীদের শারীরিক  সুস্থতার জন্য অপরিহার্য এবং তাদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য  প্রয়োজন নাচ-গানসহ সাংস্কৃতিক চর্চা।  কোমলমতি  শিক্ষার্থীদের সুস্থ শরীর-মনন গঠনের জন্য সুদীর্ঘকাল থেকেই দেশের বিদ্যালয়গুলোতে খেলাধূলা এবং শরীরচর্চার বিষয় প্রচলিত রয়েছে। একইভাবে, শিশুদের সুকুমার বৃত্তির  বিকাশ এবং লেখাপড়াকে আনন্দঘন করার জন্য নাচ-গানের ব্যবস্থাও বহুকাল ধরে চলে আসছিলো। অথচ সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকার  দেশের প্রাথমিক বিদ্যালয়ের  শিশু শিক্ষার্থীদের শরীরচর্চা এবং সুকুমার বৃত্তি বিকাশের সহায়ক খেলাধূলা ও গান-বাজনা বন্ধ করে দেওয়ার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই অযৌক্তিক ও অবৈজ্ঞানিক সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশ অপরিমেয় ক্ষতির সম্মুখীন হবে । বাকবিশিস নেতারা সরকারের এই অযৌক্তিক ও অপরিনামদর্শী  সিদ্ধান্ত থেকে ফিরে আসার  আহবান জানান ।


এ জাতীয় আরো খবর