বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি সরকারের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০১ ১৭:২৯:১৫
ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার পটুয়াখালীর কুয়াকাটায় কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত “নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি নির্বাচনী আইন (আরপিও) সংশোধন করে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ক্ষেত্রে ভোটগ্রহণ স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম ভোটগ্রহণে অংশ নেওয়া কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের ভূমিকা হবে নিরপেক্ষ, দায়িত্বশীল এবং পেশাদারিত্বের উদাহরণ।”
কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার।

কীওয়ার্ডস: সুষ্ঠু নির্বাচন, নির্বাচন কমিশন, ভোটগ্রহণ


এ জাতীয় আরো খবর