শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-০৯ ২০:৩৪:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিশ^ দৃষ্টি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল  সাড়ে ১১টায় জেলা স্বাস্ব্য বিভাগের আয়োজনে এবং ব্রাকের স্বাস্থ্য কর্মসূচী ও ভিশনস্প্রিং এর সহযোগিতায়  সিভিল সার্জন কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কওে আবারও সিভিল সার্জন কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দিন,সার্ভেইল্যান্স মেডিক্যাল অফিসার ডা.আসহাব শহিরিয়ার, ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক আরিফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দিন, ব্রাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন প্রমুখ।
বক্তরা বলেন, দেশে প্রায় ১ কোটি ৪৩ লক্ষ মানুষ দৃষ্টিজনিত সমস্যায় ভূগছেন। দিন দিন চক্ষু রোগির সংখ্যা বাড়ছে। বক্তরা অন্ধত্ব,দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ  এবং রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করেন। এ সম্পর্কে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন তাঁরা। 


এ জাতীয় আরো খবর