ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ "আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতামূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেল এর নিজস্ব কার্যালয়ে বুধবার সকাল ১০ টায় এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক (ইঞ্জি:) মো: জিয়াউর রহমান, পিএএ।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন (সি.সহ.সচিব), খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডা: অনিন্দ্য কুমার সাহা, বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলম, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ।