বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

চাঁপাইনবাবঞ্জের অটোরাইস মিলে চাল মোড়কীকরণে পাটের বদলে পলিথিন ব্যবহারের দায়ে অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-২০ ২২:৪২:৫০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি অটোরাইস মিলকে চাল মোড়কীকরণে পাটের বদলে পলিথিন বস্তা ব্যবহারের দায়ে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার(২০ জানুয়ারী) দুপুরে পোলাডাঙ্গা মহল্লাায় এ্যারোমেটিক রাইস মিলের গোডাউনে অভিযান চালায় এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট লায়লা ইয়াসমিনের নেতৃত্বে পাট কর্মকর্তারা। এসময় মিলে পলিথিনের বস্তা ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী মিলটিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করে আদালত।
অভিযানে  অংশ নেয়া সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হাই বলেন, আদালতের সাথে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অমিত কুমার রায় সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর