বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫

শুভ জন্মদিন শিল্পী সরকার অপু

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১২ ২২:০৫:০৫

নামটি তাঁর শিল্পী সরকার অপু। তবে আমাদের সময়ে তিনি ছিলেন সবার প্রিয় শাহানা আপা। 
সেই ১৯৮৫ সালের কথা! রাত ৮ টার বাংলা সংবাদের পর পড়ার টেবিল ছেড়ে দৌড় দিতাম সাদাকালো টিভি সেটের সামনে।
হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিক নাটকে শাহানা চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। 
মধ্যবিত্ত পরিবারের অষ্টাদশী মেয়ে শাহানা ভালোবেসেছিলেন তাদেরই চিলেকোঠার ভাড়াটে ম্যাজিসিয়ান আনিসকে। কিন্তু সামাজিক বাস্তবতায় সে প্রেম সফল হয়নি। পরিবারের প্রতি অনেক অভিমান নিয়ে বিয়ে করেন এক আইনজীবীকে। এ নাটকে অভিনয় করে যথেষ্ট সুপরিচিতি পেয়েছিলেন তিনি। 
তারপর আবু সাইয়ীদ পরিচালিত ‘নিরন্তর’ দিয়ে চলচ্চিত্রে আগমন করেন শিল্পী সরকার অপু। 
পরবর্তীকালে তিনি অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, জয়া আহসান প্রযোজিত অনম বিশ্বাসের ‘দেবী’ ও রায়হান রাফির ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করেন।
অপুর জন্ম ১২ এপ্রিল ১৯৬২ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনার এক সাংস্কৃতিক পরিবারে। পিতা মনীন্দ্র চন্দ্র সরকার। মাতা পারুল সরকার। অপুরা পাঁচ বোন তিন ভাই। 
অপু ১৯৭৯ সালে নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮১ নেত্রকোনা মহিলা কলেজ থেকে এইচএসসি, ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ১৯৮৯ সালে এমএ ডিগ্রি লাভ করেন। 
তাঁর স্বামী নরেশ ভূঁইয়া একজন সাংবাদিক, অভিনেতা ও পরিচালক। তাঁদের তিন ছেলে। বড় ছেলে অভিমন্যু কিশোয়ার রুপাই সিঙ্গাপুরের ফিলিপ ক্যাপিটাল এর মার্কেটিং ম্যানেজার। মেজো ছেলে ইয়াস রোহান এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেতা।  ছোট ছেলের নাম  অর্জুন।
বর্তমানে টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পী সরকার অপু।
২০২১ এ উল্লেখযোগ্য তিনটি ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন তিনি। 
এগুলো হলো হৃদি হকের অনুদানের ছবি '১৯৭১ সেইসব দিন', নিয়ামুল মুক্তার 'রক্তজবা', ও সাইফুল ইসলাম মান্নুর 'পায়ের ছাপ'। তিনটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপু। 
তাঁর অভিনীত 'জমিদার বাড়ি' 'সৎ মা' ও 'প্রিয়জন' নামের তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হয়েছে তিনটি বেসরকারি চ্যানেলে। 
অভিনয়ের পাশাপাশি তিনি ‘আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ’ এ রাষ্ট্রবিজ্ঞানের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
একজন সরল সাদা মনের মানুষ ও মিষ্টভাষী হিসেবে আলো ছায়ার জগতে যথেষ্ট সুখ্যাতি রয়েছে তাঁর। 
আজকের এই বিশেষ দিনটিতে শাহানা আপার জন্য রইল শুভ কামনা ।
 


এ জাতীয় আরো খবর