বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে একজনের ১০ বছর কারাদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-২৯ ২০:১৫:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ্ েঅস্ত্র মামলায় মো.মাসুদ (৩২) নামে একজনকে ১০ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে ষ্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম। মামলার পৃথক অপর ধারায় দন্ডিতকে ৭ বছর কারাদন্ডেরও আদেশ দেন ট্রাইবুনাল। আদেশে উল্লেখ করা হয়, উভয় সাজা একত্রে কার্যকর হবে। সোমবার(২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ট্রাইবুনাল দন্ডিতের অনুপস্থিতিতে (পলাতক)  সাজা প্রদান করেন। মাসুদ শিবগঞ্জের কালিগঞ্জ খাসেরহাট এলাকার মৃত বুল্লুর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, ২০১২ সালের ২৭ ফেব্রæয়ারী রাতে সদর উপজেলার বারঘরিয়া গোল চত্বরে বিজিবির হাতে ১টি পিস্তল,২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয় মাসুদ। এ ঘটনায় ওইদিন সদর থানায় ৩৯ বিজিবির হাবিলদার বিজয় ভট্রাচার্য মাসুদসহ দুজনের নামে মামলা করেন। ২০১২ সালের ২১ মে মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও তৎকালীন এলআই বিজিবি,রাজশাহী উপ-পরিদর্শক আখের আলী আদালতে একমাত্র মাসুদকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন। 

 


এ জাতীয় আরো খবর