কোম্পানী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার তালিকা প্রকাশ হয়েছে। এরমধ্যে বিদ্যালয়ের মাঝে আাবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করেছেন। এর আগে ২০১৭ ও ২০২৩ সালে তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন।
তিনি ২০০৬ সাল হতে অদ্যাবধি পর্যন্ত আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন।