বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মান্নার মৃত্যু মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৭ ০০:২০:২৭

 ২০০৮ সালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা মান্নার মৃত্যু আজও মেনে নিতে পারেন না তার অনুরাগীরা।তার অকাল মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা ছিল বলে অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে মান্নার পরিবার। এবার সেই মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী শেলী কাদের। রবিবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে শেলী কাদের বলেন, ‘২০০৮ সালে মান্না আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ২০০৮ সালে আমরা একটা মামলা করেছিলাম হাসপাতালের বিরুদ্ধে। মামলাটি হলো অবহেলা জনিত। সেই সময় মামলাটি একটা মিডিয়া ট্রায়াল হয়েছিল। সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল মামলটি বিষয়ে আশানুরূপ ফল পাওয়া যাবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেছে আমরা তার পরিবার কোনো রেজাল্ট পাচ্ছি না। আমরা পরিবার চাই মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক।’
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যু হয় নায়ক মান্নার। সেদিন বুকে ব্যথা নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তার। অভিনেতার মৃত্যুতে কয়েকজন চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে একটি মামলা করেন তার স্ত্রী শেলী কাদেরের ভাই রেজা কাদের।
পুলিশের তদন্তে চিকিৎসকদের অবহেলার প্রমাণও মেলে। অভিযুক্ত চিকিৎসকদের বিচারও শুরু হয় আদালতে। কিন্তু তা দীর্ঘায়িত হয়নি। কেননা এক সময় জামিনে বেরিয়ে পড়েন আসামিরা। এরপর ২০০৯ সালে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করা হয়।
এদিকে বাদী পক্ষের আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে মান্নার মৃত্যু মামলার চূড়ান্ত রায় আসার ব্যাপারে আশাবাদী তারা। সঠিক বিচার পাওয়ার আশায় বুক বেঁধে আছেন নায়ক মান্নার অগণিত ভক্তও।

 


এ জাতীয় আরো খবর