শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল,সভাপতি সাথী ও সম্পাদক ফারুক

  • ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি
  • ২০২৫-০৩-২৭ ১৯:০২:৪৬

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইফতার মাহফিল ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে সভাপতি পদে উম্মে কুলসুম সাথী ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।
বুধবার সন্ধ্যার পূর্বে বসুরহাট বাজারের একটি রেষ্টুরেন্টে উপজেলা শিক্ষক সমিতির মহিলা সম্পাদক উম্মে কুলসুম সাথীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুকের
সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,
বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসেন, নোয়াখালী জেলা
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নাছিম ফারুকী, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ভূঁইয়া সুজন।
এসময় আরো বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক মোহাম্মদ
শেখ সাদী ভূঁঞা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুল্লাহিল আমিন।
এসময় উপস্থিত সকলের সামনে নবনির্বাচিত সভাপতি পদে উম্মে কুলসুম সাথী ও  সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুকের নাম ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার।

 


এ জাতীয় আরো খবর