বিষ-নিঃশ্বাসে আমার সমস্ত শরীর নীল হয়ে গেছে
আমি এখন আর কাউকে ভয় পাই না,
মানুষ, সরীসৃপ, বন্যপ্রাণী সবাই আমার কাছে সমান।
মনে মনে ভাবি, অমৃত কপালে না জুটুক
বিষতো জুটেছে, এ বিষও তো সমুদ্র থেকেই পাওয়া।
তাই আমার কোনো আক্ষেপ নেই --
ভালোমন্দ নিয়েই জগৎ সংসার
সবাই যদি ভালোটুকুরই আশা করি --
তাহলে মন্দের গতি কী হবে ?
অন্ধকারের গা ঘেঁষেই আসে আলো,
সভ্যতার আর এক নাম অন্ধকার।
জীবন মানেই যুদ্ধ ---
যুদ্ধ করে প্রতিষ্ঠিত হওয়ার আনন্দ অন্যরকম
স্বাধীনতার প্রকৃত সুখকে অনুভব করা যায়।
বিষে জর্জরিত শরীরে আর কোনো ক্লান্তি নেই
জ্বালার তীব্রতা আমাকে দুর্বল করতে পারে না।
আমি চলতে পারি নিজের মতো,
এতেই আমার যত সুখ, ততই আনন্দ উচ্ছ্বাস ।