বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

অ র্চ না মা লা কা র

  • অবিনাশী সত্যের খোঁজে
  • ২০২৫-০১-০৯ ২২:৩৮:৫০

তুমি আছো বলেই টিকে আছে তোমার সমূহ সৃষ্টি, 
টিকে আছে তোমার সৃষ্টির সেরা মানুষ 
যে সত্যকে গলা টিপে হত্যা করলেও
অবিনাশী সত্য কখনো মরে না। 

তুমি আছো বলেই আজো চন্দ্র-সূর্য ওঠে 
নদী বয়ে চলে আপন গতিতে ---
নীল আকাশে বসে নক্ষত্রের সভা, 
পাখিরা বাসা বাঁধে সবুজ পাতার আড়ালে। 
তোমাকে মানি আর না-ই মানি
অস্বীকার করতে পারি না তোমার শক্তিকে। 
বিবেকের দংশনে কখনো কখনো ফিরে আসি আপন গণ্ডিতে, 
অন্ধকার চোরাগলিতে দেখি আলোর বিচ্ছুরণ। 

তুমি আছো বলেই চোরও সাধু হয়,
মরাগাছও ফুল-ফলে বিকশিত হয়। 
তুমি মহান অনন্ত অসীম বিশ্বপতি, এক ও অদ্বিতীয়। 
তোমার ইঙ্গিত ছাড়া গাছের পাতা নড়ে না , 
যার যতটুকু প্রয়োজন তোমার ভান্ডার থেকে তা-ই করো বিতরণ। 
নেই কোনো কৃপণতা, দয়ার সাগর তুমি।

তুমি আছো বলেই অস্তিত্ব আছে পৃথিবীর 
তোমাকে স্বীকার করি আর না-ই করি
সতত মাথা নত করি তোমার চরণ তলে।


এ জাতীয় আরো খবর