মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

নিরাপদ সড়ক চাই ধামসোনা ইউনিয়ন শাখার মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন

  • আল ফাহাদ পরশ
  • ২০২৪-১০-০১ ২৩:২৮:২৮

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২২শে অক্টোবর'কে কেন্দ্র করে নিরাপদ সড়ক চাই নিসচা অক্টোবর মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি'র উদ্যোগ গ্রহন করেছে। কেন্দ্রীয় কমিটির ন্যায় পহেলা অক্টোবর উদ্বোধনী কার্যক্রম সম্পূর্ণ করার লক্ষ্যে ধামরাই উপজেলা শাখার সাথে ধামসোনা ইউনিয়ন শাখা যৌথভাবে আজকের কার্যক্রম সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছে। কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ  এবং নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া এবং ধামরাই উপজেলার ইউএনও মহোদয়।  প্রথম দিনের কর্মসূচির   শুভ উদ্বোধনের পর রাস্তায় ট্রাফিক পরিচালনা করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। নিরাপদ সড়ক চাই ধামসোনা ইউনিয়ন শাখার সম্মানিত যুগ্ম আহবায়ক আল ফাহাদ পরশ  এবং সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ ইমন এর  নেতৃত্বে উক্ত কর্মসূচি সম্পন্ন করা হয়। উক্ত কর্মসূচি'তে নিসচা ধামসোনা ইউনিয়ন শাখার অংশগ্রহণকারী সকল সদস্য উপস্থিত থেকে সফল করায় ধামসোনা ইউনিয়ন শাখার আহ্বায়ক ও সদস্য সচিব শুভেচ্ছা জানায়। আহ্বায়ক নাফিউর রহমান শান্ত জানান,আমাদের মাসব্যাপী কার্যক্রম ছড়িয়ে দিতে আমরা স্কুল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পিং গুলো জোরদার করার চেষ্টা করতেছি,এতে করে শিক্ষার্থীরা চাইল্ড লেভেল থেকেই নিজেকে সচেতন হিসেবে তৈরী করবে। আমাদের কার্যক্রমের ধারা আমরা অব্যাহত রাখব। সদস্য সচিব মোহাম্মদ ইমন জানান, আমাদের তরুণ নেতৃত্বে ধামসোনা ইউনিয়ন শাখাকে শ্রেষ্ঠ শাখায় রুপান্তরিত করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব এবং সফল হবো।তিনি দেশবাসীর কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা চেয়েছেন। যুগ্ম আহ্বায়ক আল ফাহাদ পরশ বলেন নিরাপদ সড়কের দাবী সর্বপ্রথম যেই মানুষটি করেছেন তিনি আমাদের সবার প্রিয় চলচ্চিত্রের সমুজ্জ্বল প্রদীপ জনাব ইলিয়াস কানচন স্যার। আমরা তার আদর্শ এবং সপ্নকে লালন করে নিজেদের সড়ক যোদ্ধা হিসেবে তৈরি করেছি এবং আমরা চাই আমাদের পরিশ্রম এবং মেধা দিয়ে আমরা আগামীর বাংলাদেশকে একটি সুস্থ এবং নিরাপদ সড়কের বাংলাদেশ উপহার দিবো৷ নিরাপদ সড়ক বাস্তবায়নে তিনি বাংলাদেশর সকল নাগরিককে সচেতন হতে বলেছেন৷


এ জাতীয় আরো খবর