সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

ই য়া স মি ন অ ন ন্যা

  • কথা দিলাম
  • ২০২৩-০৯-১৬ ২৩:৩৭:১৭

কথা দিলাম 
পরের জন্মে বয়স যখন পনেরো কিংবা ষোলো 
আমরা আবার প্রেমে পড়বো, 
কথা দিলাম । 
আকাশের মতো বিশাল খোলা মাঠ থাকবে বুকে, 
সবুজ ঘাসে ভরা থাকবে সে বুকের মাঠ। 
দিন শেষে রোদ্র গিয়ে ছায়া নেমে এলেই, 
তুমি আমি গাঁয়ে গাঁ ঘেঁসে বসবো সে মাঠে, 
কথা দিলাম। 
ক্লান্তি এলে, তোমার চুলে বিলি কেঁটে দেবো, 
তুমি তখনো চুপটি করেই থাকবে । 
এ জন্মের সকল চাওয়া পাওয়া পরের জন্মে শোধ দেবো , 
কথা দিলাম। 

 


এ জাতীয় আরো খবর