বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

মির্জাপুরে দুর্নীতি প্রতিরোধে ৯ সদস্যের নতুন কমিটি গঠন

  • শিলা আক্তার
  • ২০২৫-১১-০৫ ১৯:০৫:৩৯

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুর্নীতি প্রতিরোধে ৯ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের একটি স্মারকের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজাবাড়ি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান, আর সাধারণ সম্পাদক হয়েছেন মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শামছুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- 
সহ-সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী ও মো. সুলতান উদ্দিন,
এবং সদস্য কমলা সরকার, আফরোজা শহিদ, রাবেয়া আক্তার, মো. মাসুদুর রহমান ও নাছরিন আক্তার।
কমিটির সভাপতি অধ্যক্ষ মফিজুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের সব স্তরের মানুষকে দুর্নীতির ক্ষতিকর দিক ও ভয়াবহতা সম্পর্কে সচেতন করা। যাতে সবাই দুর্নীতিকে ঘৃণা করে এবং এ ধরনের অনৈতিক কাজে নিরুৎসাহিত হয়।”
 

 


এ জাতীয় আরো খবর