যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে মেয়র নির্বাচন। এবারের নির্বাচনে শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ দেখা গেছে—বিশেষত তরুণ মুসলিম প্রার্থী জোহরান মামদানির নেতৃত্ব ঘিরে।
ডেমোক্র্যাটিক পার্টির এই প্রার্থী বর্তমানে রাজ্য আইনসভায় কুইন্সের প্রতিনিধিত্ব করছেন। সর্বশেষ জরিপে দেখা গেছে, জোহরান মামদানি পেয়েছেন ৪৩ শতাংশ ভোটার সমর্থন, যেখানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩৩ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী স্লিওয়া ১৪ শতাংশ।
৩৫ বছরের এই মুসলিম-আমেরিকান রাজনীতিক জিতলে হবেন নিউইয়র্কের ইতিহাসে ১০০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র। তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ব্যাপক; প্রায় ৯০ হাজার স্বেচ্ছাসেবক তার পক্ষে প্রচারে অংশ নিয়েছেন।
এদিকে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন, তিনি জিতলে নিউইয়র্কের জন্য কেন্দ্রীয় তহবিল আটকে দেওয়া হতে পারে। তবে তরুণদের ভোটে মামদানির জয় নিশ্চিত হতে পারে বলেই বিশ্লেষকদের ধারণা।
নগর নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন-যা নিউইয়র্কে মেয়র নির্বাচনের ইতিহাসে রেকর্ড পরিমাণ।
কীওয়ার্ডস: নিউইয়র্ক নির্বাচন, জোহরান মামদানি, মেয়র ভোট