বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

উত্তর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে সাতজন নিহত, দেড়শর বেশি আহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০৩ ০৯:৫২:৪০
ছবি: সংগৃহীত।

উত্তর আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাতজন নিহত ও দেড়শর বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার ভোরে নাখচির জেলায় আঘাত হানা এই ভূমিকম্পে রাজধানী কাবুলসহ আশপাশের প্রদেশগুলোতেও কম্পন অনুভূত হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে রয়েছেন, যাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে স্থানীয় উদ্ধারকারী দল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সামাঙ্গান প্রদেশের নাখচির এলাকায়, ভূমির প্রায় ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় প্রশাসনের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক এবং পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।
সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিন জোইয়েন্দা জানান, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও অস্থায়ী চিকিৎসা শিবিরে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বলখ প্রদেশের মুখপাত্র হাজি জাহিদ জানিয়েছেন, শুলগারা জেলায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে এবং অনেক ঘরবাড়ি ধসে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা বেলচা দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন।
ভূমিকম্পের ফলে সামাঙ্গান-বলখ মহাসড়কে ভূমিধসের ঘটনা ঘটেছে, যার কারণে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, কম্পন প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ছিল এবং ভূমিকম্পের তীব্রতায় কিছু এলাকায় ঘরবাড়ি ও যানবাহন পুড়ে গেছে।
জাতিসংঘ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের উত্তরাঞ্চলে ধারাবাহিকভাবে ভূমিকম্প হচ্ছে। গত আগস্টে পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল এবং বহু মানুষ এখনো তাঁবুতে বসবাস করছেন।

কীওয়ার্ডস: আফগানিস্তান ভূমিকম্প, সামাঙ্গান, হতাহত


এ জাতীয় আরো খবর