বাষট্টি বসন্ত আমি কাটিয়েছি
তেষট্টি রকম ঘরে
ঠাঁই নাড়া হয়ে ।
কেউ ভালো বাসেনি ।
তবে কেনো থাকবো পৃথিবীতে !
নির্ভরতা দেয়নি কেউ
জামার বোতাম খুলে ।
বুকের ভিতর , কেবল ছিল
নৌকা - নদীর ঢেউ ।
ভালো বাসেনি তো কেউ !
তবে কেনো থাকবো পৃথিবীতে !
এই ভাবে কেউ থাকে
না কি থাকতে ইচ্ছা করে !
করুনা মেশানো ভাতে
চোখের জল অনবরত
মিশিয়ে ছিলাম তাতে ।
তবে কেন থাকবো পৃথিবীতে ?