শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

বৈশাখী রোজনামচা

  • অরুণিমা চ্যাটার্জী
  • ২০২৫-০৪-১৫ ১৯:৩৫:৪২

কৃষ্ণচূড়ার ডালে ডালে, শেষ লালিমার আভা 
স্মৃতির পালে হাওয়া দিলে, থাকবে একটু প্রভা।
পলাশ, শিমুল জারুল বলে, এবার তবে আসি !
বিদায় বলে চলেই গেলে, অশ্রু জলে ভাসি।

 বৈশাখী মেঘ এলোকেশী, ফাগুন বিদায় বলে
নবরূপে ছদ্মবেশী, বাতাস বেগে চলে।
অথৈ চাতক তৃষ্ণা বারি, মেঘ পরীদের দেশে,
মেঘগুলো সব জমায় পাড়ি, মাটির বুকে এসে।
বজ্র নিনাদ আকাশ চিরে, মেঘের গুরু গুরু,
 বৈশাখী তোর রাজ্য ঘিরে, নতুন বছর শুরু।

নতুন বছর আসবে যাবে, কালচক্রের রীতি 
জীবন তোমার হিসাব নেবে, বাড়লো প্রেম প্রীতি ?
পাপের ধরায় বৈশাখী দিন, অভিমানী মনে 
চেরাগ হাতে মাটির এ ঋণ, শোধায় কোন জনে ?

মৃত গাছের শরীর গড়ে, শহর সালাঙ্কারা 
প্রযুক্তিরা যুক্তি করে, থমকে বৃষ্টি ধারা।
ভ্রমর কালো কাজলা মেঘের, অশ্রু থমকে থাকে
এমন ধারা পাপের দেশের, দোষ দেবো যে কাকে !

দীর্ণ প্রাণে আবর্জনা, জমছে সারাবেলা 
করাল রূপে সাপের ফণা, এবার ধোয়ার পালা। 
বৈশাখী তোর প্রলয় রূপে, ধ্বংসলীলার বীজ, 
বদ্ধ জীবন অন্ধ কূপে, লুকিয়ে সৃষ্টি বীজ।


এ জাতীয় আরো খবর