বদ্ধ খাঁচা খুলবো না আর তবে
ভাঙলো যখন শূন্যে মেলা ডানা
ঘুরবো না আর অনন্ত নীল নভে
কেউ কী করে এমন করে মানা !
আমি তো সেই কবেই গেছি জেনে
আপনজন নেই তো কেউ আর ধরায়
যা বলো তার সবই তো নিই মেনে
কেন দুচোখ বৃথা অশ্রু ঝরায় !
সকালবেলা বলো যেমন কথা
সন্ধ্যা হলে যাও কেন তা ভুলে
কবি বুঝি বিকোয় যথাতথা
ফুল কী ফোটে শুকনো নদীর কূলে !
সুখের কাব্য যায় গো যদি থেমে
দুখের কথা লিখবো নাহয় আরো
থেকো না আর আমার বাঁধা ফ্রেমে
ছিলাম তোমার এখন তো নই কারো।
আর না ফিরুক একটা মাতাল রাতি
আর না ফুটুক বিসর্জনের ফুল যে
আপন গুণে হলাম কুপোকাতই
মেনে নিলাম সব আমারই ভুল যে।