এলো রে এলো বৈশাখ
পুরাতন যা কিছু ধুয়েমুছে যাক।
নতুন আলোয় ভরে উঠুক চরাচর
হোক আজি নব জাগরণ,
হাসিখুশি থাক জনজীবন।
যাকিছু ভালো থাক না
সব হোক গ্রহণযোগ্য,
মিথ্যা যা সততই হোক পরিত্যাজ্য।
আর নয় খুনোখুনি
নয় বৈষম্য হিংসা-বিদ্বেষে
মানবতার জয় হোক শেষে।
আসুক নববর্ষ নতুন রূপে
হোক সবার কল্যাণ,
পাতা ঝরা বৃক্ষে সঞ্চারিত হোক প্রাণ।
অতীতের গ্লানি যাক আজ মুছে
নববর্ষ বয়ে আনুক সুখ-শান্তি
শুভবোধের উন্মেষ হোক আর নয় ভ্রান্তি।