হাতে পেলে ক্ষমতা হয়ে যায় রাজা
যতসব মানুষের বাচ্চা
এরচেয়ে ভালো গালি দিতে পারি
দিবো না, বুঝে নিস আচ্ছা !
হতে গিয়ে সেবাদাস হয় পরে প্রভু
এইতো রীতি পরম্পরা
হাতে রাখে শেষ পারানির কড়ি
ধরাকে ভেবে নেয় সরা।
চোখে মোহ হাতে ধরা টিনের থালা
নিয়েছে ভিখারির দীক্ষা
টাকাকড়ি বাড়িগাড়ি কম নেই কিছু
তবু এরা মাগে ভিক্ষা।
চুরি শেষে মুখে জোরে দাবি করে
নেহাতই মাসুম আর সাচ্চা
তারা কত যে ছলাকলা জানে রে
বেনামি মানুষের বাচ্চা।
অশ্রাব্য গালিতে মেটে না পিয়াসা
আর দিবো না গালি, আচ্ছা !
নামেই মানুষ তোরা আসলে নয়তো তা
বুঝে নিস ইতরের বাচ্চা।