সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন। তার পারিবারিক সূত্র জানায়, তিনি এখন সুস্থ আছেন। তেমন কোনো শারীরিক জটিলতা নেই। তবে বেশ কিছু দিন তাকে বিশ্রামে থাকতে হবে। উল্লেখ্য, দীর্ঘদিন পর গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন তিনি। সোয়া এক ঘণ্টা তিনি গান পরিবেশন করেন। এক পর্যায়ে তিনি মঞ্চে ঢলে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।