বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

আ ল মা মু ন রি ট ন

  • তোমার জন্য
  • ২০২৫-০২-০৪ ১১:১৬:৪২

তোমাকে পেয়েছিলাম বলেই  
ভাঙতে পেরেছিলাম একাকিত্ব,  
জড়তা ভেঙে জেগে উঠেছিলাম,  
দেখা হয়েছিল স্বর্গের প্রকৃত রূপ।
  
তোমার সাথে এই নিবন্ধিত জীবন  
পেয়েছিল জেগে ওঠার দুরন্ত সাহস,  
পায়ের নিচের মাটি শক্ত হয়েছিল,  
আমি ভাঙতে পেরেছিলাম বৈরাগ্য।
  
তোমাকে পেয়েছিলাম বলেই সম্ভবত  
আমাকে হাঁটতে হয়নি আলোহীন পথ,  
হোঁচট খেতে হয়নি অবাঞ্ছিত পাথরে,  
নক্ষত্র-আলো পেয়েছি তোমাকে পেয়ে।

 


এ জাতীয় আরো খবর