বিষণ্নতায় ভরা আজ জীবনের গান,
পলাশরাঙা হৃদয় ফিকে- ম্লান-
ঝরে পড়ে পাতার শিশির জল হয়ে।
দোয়েল পাখির মিহি শিসের প্রফুল্লতা
আছড়ে পড়ে দুয়ারে-দুয়ারে
হাসিমাখা মুখ ঘন মেঘের পাথারে
ভাসমান অদ্ভুত !
হাহাকার করে বেদনার নীলগাই, সুখের পায়রা,
কোথায় এর গন্তব্য - কোথায় এর শেষ ?
নীল আকাশ খুঁজে পায় না লাটাইয়ে
সুতাবদ্ধ লালসবুজ আনন্দ ঘুড়ি।
অসীমতার ডাক আছে সীমার বলয়ে,
দখিনা বাতাস আছে বদ্ধ মলয়ে,
সোনালি ফসল আছে ও মাঠের প্রান্তে
পারবে কী পারবে ওরা ঘরে তুলে আনতে ?
স্বপ্ন-সবুজেরা উদ্বিগ্ন উদ্ভাসে হারাবে না খেই
আগলে রাখতে পারবে কী আনন্দধারা !
অতিক্রম ক'রে বাধার বিঘ্নপথ-
ক'রে দৃপ্ত শপথ;
গড্ডালিকা প্রবাহে হয়ে না হারা !