১৭ জানুয়ারি, ২০২৫ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট স্ট্রাটেজিএস’ বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠান ১৭ জানুয়ারি সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনির হোসেন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদান কৃত সকল ইনস্টিটিউট ও সকল বিভাগের প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।