এখন শুধু সন্ধ্যে সন্ধ্যে খেলা
অঘ্রাণের রাত এসে দাঁড়ায় না শিয়রে!
ভররাত বিনিদ্র তারাদের আনাগোনা দেখি
নিশাচর পাখি দেখি
হাস্নাহেনা কামিনীর সুঘ্রাণদগ্ধ তপ্তহাত দেখি, ক্লান্ত পা দেখি
লেপমুড়ি ঘুমের মহাকাব্য পাঠ করিনা হাজার বছর!
তোমাকে ঘুমের দেশে নিয়ে যাবার ইচ্ছে ছিল
অঘ্রাণের হালকা কুয়াশায় হেঁটে হেঁটে চুল ভেজাবার স্বপ্ন ছিল
মুখোমুখি গলাগলি শুয়ে সেই সব রাজা- মহারাজাদের গল্প বলার কথা ছিল-
যাদের পোড়া ইট আর সুরকির আস্তরে চাপা দিয়েছে মহাকাল!
এখন আর সেরকম রাত হয়না
ঘুমের নদী বয়ে যায় না আমাদের ব্যস্ত শহরের পাশ দিয়ে!