মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজারে ইউনিয়নের সামাজিক সংগঠন বৃহত্তর সুড়িকান্দি কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় সুড়িকান্দি সরকারি প্রথমিক বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন ২নং দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান দে, সিলেট বারের আইনজীবী এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট দেলোয়ার হোসেন, সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাক আহমদ,যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ওয়াহিদুর রহমান, জাতীয় সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বড়লেখা উপজেলা শাখার সভাপতি কামরান আহমদ, দাসের বাজার ইউনিয়ন সভাপতি রুবেল আহমদ তারিফ,কেয়ার ফাউন্ডেশনের সংগঠনের কার্যকরী সদস্য সমাজসেবক আরিফুল ইসলাম, সহ সভাপতি নাহিদ আহমদ।
এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মাসুদ, শিপা বেগম। অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাসুদুর রহমান, ইসলামী সংগীত পরিবেশন করেন আসলাম হোসাইন, আরও উপস্থিত ছিলেন কেয়ার ফাউন্ডেশনের দায়িত্বশীলবৃন্দ সহ প্রমুখ।