দাগনভূঞা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ওনার সহর্ধমিনী নাসরিন আউয়াল মিন্টুর অর্থায়নে পরিচালিত মিন্টু-নাসরিন ট্রাস্টের বৃত্তি পরীক্ষা ২৪
ফেনীর দাগনভূঞা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায়উপজেলার বিভিন্ন স্কুলের ১ম থেকে ৭ম শ্রেণীর ১৭শত শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
উক্ত পরীক্ষার সমন্বয়কারী সৈয়দ ইয়াছিন সুমন জানান, উক্ত ট্রাস্টের অধীনে ২০১২ সাল থেকে উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার অংশ হিসেবে বৃত্তি পরীক্ষা শুরু হয়ে আসছে। তিনি এ জন্য মিন্টু পরিবারের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা,উপজেলা সহকারী (প্রাথমিক) শিক্ষা অফিসার দিলরুবা লাইলী,দেশ টিভির ফেনী জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার,
দাগনভূঞা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম,সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দাগনভূঞা থানার সেকেন্ড অফিসার রোকন উদ্দিন,দাগনভূঞা উপজেলার মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ,পরীক্ষা নিয়ন্ত্রক(মাধ্যমিক) মোঃ জসিম উদ্দিন,পরীক্ষা নিয়ন্ত্রক(প্রাথমিক) কামরুল হুদা,বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ কুদ্দুস প্রমুখ।