চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সংস্কার সম্পন্ন করে যত দ্রæত সম্ভব নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন,ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয়। কিন্তু তাদের হটিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। মঙ্গলবার(২৯ অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি বৈঠা তান্ডবের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বুলবুল।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বুলবুল বলেন, ওইদিন পল্টনে আমীরে জামায়াত মতিউর রহমান নিজামীর বক্তব্য শোনার জন্য জামায়াত নেতাকর্মীরা জড়ো হন। কিন্তু অতর্কিত হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। নিহত জামায়াত কর্মীর লাশের উপর নৃত্য করে। এমনকি মরদেহের দাঁত ভেঙ্গে দেয়া হয়। এরপর থেকেই চলতে থাকে জামায়াতের উপর জুলুম ও নির্যাতন। পেছনের দরজা দিয়ে ২০০৮ সালে ক্ষমতা দেয়া হয় আ’লীগকে। তিনি এ জন্য ফখরুদ্দিন ও মঈনুদ্দীনের বিচার ও শাস্তি দাবি করেন। বুলবুল আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামী করে মামলা করা হয়। কিন্তু সে মামলা প্রত্যাহার হয়। তিনি অন্তবর্তী সরকারের প্রতি সেই মামলা পূণরায় চালুর দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে জামায়াত এমপি প্রার্থী চাঁপাইনবাবগঞ্জের সন্তান বুলবুল ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত তিনি আ’লীগ সরকারের নানান অপকীর্তির বর্ণনা দিয়ে বলেন, শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করে চারদিনের মাথায় নিজের নেতাকর্মীদের এতিম করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।তবে এর আগে তিনি নেতাদের নিয়ে সীমাহীন দূর্ণীতি, লুটপাট করেছেন। বিদেশে কোটি কোটি ডলার ব্যয়ে গড়ে তোলা হয়েছে বেগমপাড়া। বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। সীমান্ত দূর্বল করে প্রতিবেশীদের সহজে দেশে প্রবেশের সূযোগ করে দেয়া হয়েছে। এখন এসব কিছুর বিচার করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াত আমীর গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, সাবেক মেয়র নজরুল ইসলাম ও জেলা জামায়াত আমীর আবুজার গিফারী।