বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

জা হা ঙ্গী র বা বু

  • সত্য কোথায়!
  • ২০২৪-০৯-১০ ০৯:৫৫:০১

প্রেম,ভালোবাসা,দেশপ্রেম এর কবিতা আর গানে 
মিথ্যা,প্রতিশ্রুতি,অলীক কল্পনা,স্বপ্নে ভরপুর।
বাস্তবে তা বহুদূর! 

তাইতো বিচ্ছেদ বিভীষিকা, দেশ দ্রোহিতায় জর্জরিত।
কথায় শির্ক,চলনে শির্ক,শিরকীয় জীবনে দ্বীনের নিমন্ত্রণ! 
ইতিহাসে কাটা ছেঁড়া নিজেদের আনুকুল্যে! 

বায়ান্নর একুশ নিষ্প্রাণ,একাত্তর এর ইতিহাস 
ডান-বাম এর কালীমায় কলংকিত।
ভুয়া মুক্তিযোদ্ধাদের চাপে আসল নিগৃহীত।

জেলের উদ্দীপনা স্বপ্নের দোষে দুষ্ট।
কালুর ঘাটের ভাষণ অস্বীকার যুগের পর যুগ!
অসৎ চরিত্র বসে ক্ষমতার চেয়ারে!

হারাম হারামী হারামীপনায় আইয়ামে জাহেলিয়াত!
সত্যের খোঁজে উড়াই মিথ্যার ফানুস!
স্বপ্নের মাঝে স্বপ্ন দেখি।

পথে ঘাটে গলাবধাক্কা প্রাপ্তি অনুজ অর্বাচীনের! 
হোচট খাই,পড়ে যাই উঠে দাঁড়াই,যাকে নেতা মানি
সেই বসে যায় মাথার উপর!


এ জাতীয় আরো খবর